বিজ্ঞপ্তি
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো, পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগ, পরিকল্পনা মন্ত্রণালয়ের অধীন জনশুমারি ও গৃহগণনা-২০২১ প্রকল্পে পরশুরাম উপজেলার ০৩ (তিন) টি ইউনিয়ন ও পরশুরাম পৌরসভার প্রতিটি ওয়ার্ডের স্থায়ী বাসিন্দাদের মধ্যে স্থানীয় আগ্রহী শিক্ষিত ও বেকার যুবক/যুব মহিলাদের মধ্য থেকে নিম্নে উল্লিখিত শর্ত সাপেক্ষে সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে শুমারি /জরিপ চলাকালীন সময়ে গণনাকারী ও সুপারভাইজার মনোনয়ন করা হবে।
শর্তাবলীঃ-
০১। প্রার্থীকে ন্যূনতম স্নাতক/এইচএসসি (সমমান) পাশ হতে হবে।
০২। প্রার্থীকে সরকারী/বেসরকারী কোন প্রকল্পে যেমনঃ ন্যাশনাল সার্ভিস, স্কুল, কিন্ডার গার্ডেনে নিয়োজিত থাকা যাবে না।
০৩। ইংরেজি হাতের লেখা স্পষ্ট ও বোধগম্য হতে হবে এবং আইসিআর ফরমের সাথে লেখা সংগতিপূর্ণ হতে হবে।
০৪। প্রার্থীকে মাঠ পর্যায়ে ( ডোর টু ডোর) কাজ করার মনমানসিকতা থাকতে হবে।
০৫। তালিকা কাজে স্মাটফোন ব্যবহার হবে বিধায় প্রার্থীর নিজস্ব স্মার্টফোন ( এন্ড্রয়েড ভার্সন ৬ বা তদূর্ধ্ব এবং স্কীন সাইজ অন্তত ৫’’) থাকতে
হবে।
০৬। কমপক্ষে ৫০% মহিলা প্রার্থী অগ্রাধীকার পাবে।
০৭। পূর্বের শুমারি/ জরিপ কাজের অভিজ্ঞতা সম্পন্নদের অগ্রাধিকার দেওয়া হবে।
০৮। আবেদনপত্রের সাথে নিম্নের সকল কাগজপত্র সত্যায়িত করে জমা দিতে হবে:-
(ক) সম্পতি তোলা পাসপোর্ট সাইজের 02 (দুই) কপি ছবি।
(খ) জাতীয় পরিচয়পত্র (এনআইডি) -01 কপি।
(গ) নাগরিকত্বের সনদ -01 কপি।
(ঘ) শিক্ষাগত যোগ্যতার সত্যায়িত সনদ-01 কপি।
০৯। আবেদনপত্র নিম্নস্বাক্ষরকারীর দপ্তর/ উপজেলা পরিসংখ্যান অফিস/ইউনিয়ন পরিষদ (সকল), পরশুরাম, ফেনী এবং
bbs.parshuram.feni.gov.bd ওয়েবসাইটের ঠিকানায় পাওয়া যাবে।
১০। শুমারি/ জরিপ কাজের শেষে পারিশ্রমিক মোবাইল ব্যাংকিং এর মাধ্যম দেওয়া হবে।
১১। কতৃপক্ষ কোন কারন দর্শানো ব্যাতিরেকে মনোনয়ন কাযক্রম স্থগিত,বাতিল কিংবা সংযোজন ও বিয়োজনের ক্ষমতা সংরক্ষণ করেন।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস